ভারতের সঙ্গে করা ১০টি প্রকল্প ও চুক্তি বাংলাদেশের পক্ষ থেকে বাতিলের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। তারা জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ভারতের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
বিগত সরকারের আমলে হওয়া ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি প্রকল্প ও চুক্তি বাতিলের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার তার দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো কথা বলব না।
বিগত আমলের শুধু পরামর্শক ফি দিয়েই এখন প্রায় পুরো প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন সকল অপচেষ্টাকে মোকাবেলা করেই জুলাই গণ-অভ্যুত্থানের আহত ও শহীদদের আত্মত্যাগের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কোনো কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটি মহল প্রশ্ন তোলার চেষ্টা করে। রোববার বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।